ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

Transparency International Bangladesh (TIB)

সর্বশেষ:

Latest news

সংস্থার লিঙ্গ সমতা

নারী-পুরুষের সম অধিকার তথা জেন্ডার সমতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে মানুষের বিশ্বাস, পরিচয়, পেশাগত শ্রেণী বিভাজন অথবা অন্য যে কোন বৈশিষ্ট্য নির্বিশেষে একে অপরের প্রতি শ্রদ্ধা, স্বীকৃতি ও বিবেচনা টিআইবি’র প্রাতিষ্ঠানিক আচরণ হিসেবে স্বীকৃত।

জেন্ডার সংবেদনশীল দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: টিআইবি বিশ্বাস করে যে, নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন একসূত্রে গাঁথা। টিআইবি’র আন্দোলনের সকল পর্যায়ে জেন্ডার সংবেদনশীলতা একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। জেন্ডার সংবেদনশীল দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে টিআইবি’র গবেষণা, যোগাযোগ, নাগরিক সম্পৃক্ততাসহ সকল কার্যক্রমে জেন্ডার সংবেদনশীলতাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়। প্রতিটি কর্মসূচিকে জেন্ডার সংবেদনশীল করতে জেন্ডার পরিস্থিতি পর্যালোচনা, সম্পর্ক বিশ্লেষণ এবং জেন্ডার ও দুর্নীতির প্রেক্ষিত পর্যালোচনা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হয়।