ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

Transparency International Bangladesh (TIB)

সর্বশেষ:

Latest news

পঠভূমি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি স্বাধীন, দলীয় রাজনীতিমুক্ত এবং অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে টিআইবি কাজ করছে। টিআইবি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতার চাহিদা সৃষ্টি এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ১৯৯৬ সাল থেকে একটি সামাজিক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করে। দুর্নীতি প্রতিরোধে আপামর জনগণের দাবি জোরদার করতে এবং গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ও নীতি পরিবর্তনে অনুঘটকের ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে টিআইবি। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে দেশের নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশের ৪৫টি এলাকায় টিআইবি’র অনুপ্রেরেণায় সচেতন নাগরিক কমিটি (সনাক) Committee of Concerned Citizens-CCC)-র নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। ২০০৫ সালের  ২৪ সেপ্টেম্বর থেকে সনাক সিলেট এর কার্যক্রম শুরু হয়।

দুর্নীতির বিরুদ্ধে বিশ্ব আন্দোলনের প্রেক্ষিতে টিআইবি বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে স্বীকৃত এবং সে হিসেবে আন্তর্জাতিক পরিম-লে টিআই-এর বিশ্বব্যাপী অন্যান্য চ্যাপ্টারগুলোর সাথে এক যোগে কাজ করে।

প্রাপ্ত স্বীকৃতির নাম প্রদানকারী প্রতিষ্ঠানের নাম তারিখ/সন
০১. গ্লোবাল পার্টনারশীপ ফর সোস্যাল একাউন্টিবিলিটি     (জিপিএসএ) পুরস্কার বিশ্বব্যাংক ২০১৫

স্বপ্রণোদিত তথ্য প্রকাশ

টিআইবি স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের নীতি অবলম্বন করে।টিআইবি’র কাঠামো, ব্যবস্থাপনা, কর্মকৌশল ও পরিকল্পনা, চলতি কার্যক্রম, প্রতিবেদন ও মুল্যায়ন, সকল পলিসি ডক্যুমেন্ট ও ম্যানুয়েল, বাজেট, অর্থ ও হিসাব সম্পর্কিত সকল তথ্য জনগণের জন্য উন্মুক্ত ও টিআইবি’র ওয়েবসাইটে (www.ti-bangladesh.prg) সহজপ্রাপ্য। যে সকল তথ্য ওয়েবসাইটে বা অন্য প্রকাশনার মাধ্যমে পাওয়া যায়না তা ই-মেইল বা ফোনের মাধ্যমে পাওয়া যাবে।

 

তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট এর দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্তা:

নাম:  মোঃ আশফাকূন নূর

পদবী: অ্যাসিসটেন্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন)

সনাক-টিআইবি, সিলেট

খয়রুন ভবন  (লেভেল – ৫), মীরবক্সটুলা, সিলেট-৩১০০

মোবাইল: ০১৭৩০ ০৯৫৯২৫, ফোন: ০৮২১-৭২৮৫৩৬

ই-মেইল: [email protected]

বিকল্প তথ্য কর্মকর্তা:

নাম: কমল কৃষ্ণ সাহা

পদবী: এরিয়া ম্যানেজার

সনাক-টিআইবি, সিলেট

খয়রুন ভবন  (লেভেল – ৫), মীরবক্সটুলা, সিলেট-৩১০০

মোবাইল: ০১৭১৪ ০৯২৮৫৫, ফোন: ০৮২১-৭২৮৫৩৬

ই-মেইল: [email protected][email protected]

আপীল কর্তৃপক্ষ

নাম: ড. ইফতেখারুজ্জামান

পদবী: নির্বাহী পরিচালক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

ফোন: +৮৮০-২-৯১২৪৭৮৮-৮৯, ৯১২৪৭৯২, ফ্যাক্স: +৮৮০-৯১২৪৯১৫

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা

নাম: কুমার বিশ্বজিত দাশ

পদবী: ম্যানেজার, রিসোর্স অ্যান্ড ইনফরমেশন, টিআইবি

মোবাইল: ০১৭১৩-০৬৫০১৬, ইমেইল: [email protected]

ওয়েবসাইট: www.ti-bangladesh.org

আপীল কর্তৃপক্ষ

নাম: ড. ইফতেখারুজ্জামান

পদবী: নির্বাহী পরিচালক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

ফোন: +৮৮০-২-৯১২৪৭৮৮-৮৯, ৯১২৪৭৯২, ফ্যাক্স: +৮৮০-৯১২৪৯১৫

ইমেইল: [email protected]